নাটোরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফাহিমা খাতুন (৩০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর থানার তেলকুপি ঘাট এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার সকালে শরিফ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, উপজেলার তেলকুপি ঘাট এলাকার আব্দুর রহিমের সঙ্গে একই এলাকার নয়ন খুলুর ছেলে শরিফ উদ্দিনের জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার আব্দুর রহিমের সঙ্গে শরিফ উদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ উদ্দিন আব্দুর রহিমকে শাসিয়ে যান। রাতের কোনো এক সময় আব্দুর রহিমের মেয়ে ফাহিমা খাতুনকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।
সোমবার সকালে এলাকার লোকজন আব্দুর রহিমের বাড়ির পাশের মাঠে তার মেয়ে ফাহিমা খাতুনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শরিফ উদ্দিনকে আটক করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে স্বামী পরিত্যক্তা ফাহিমাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।