জহিরুল ইসলাম টিটু, রায়পুর, লক্ষ্মীপুর।
আজ শনিবার ২ নভেম্বর ১৯ ইং আনুমানিক সকাল ১১ ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পৌর শহরের ৯ নং ওয়ার্ডস্থ কালুরাজ বেপারী বাড়ির মাহমুদা বেগম ওরপে কালি বেগমের ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিটে সম্পুর্ন পুড়ে যায়। আগুনের ভয়াবহতা এতই তীব্র ছিল যে পরনের কাপড় ছাড়া কিছুই নিয়ে বেরুতে পারেনি স্বামী পরিত্যক্তা কালি বেগম ও তার ছেলে দিনমজুর ইউসুফ।
ঘটনাস্থলে ছুটে যান লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের প্রতিনিধি ও রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ্।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অসহায় কালি বেগমের জন্য আপাতত টিন, কাঠ, বাঁশ দিয়ে ঘর নির্মাণ করে দেয়া হবে।
আওয়ামীলীগের এ নেতা প্রতিবেদককে বলেন,
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি। ঘর নির্মাণ করতে যত টাকা খরচ লাগে আমি দিবো। ভবিষ্যতে মাননীয় সাংসদের সাথে পরামর্শ করে কালি বেগমের জন্য আরো উন্নত ঘর নির্মাণ করে দেয়া হবে।
এদিকে সাংসদ পাপুলের প্রতিনিধির এমন উদারতা ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।